ইসিএলের কয়লাখনিতে আন্দোলনরত মহিলাদের উপরে পুলিশের লাঠিচার্জ, প্রতিবাদে বিক্ষোভ, উত্তেজনা
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ স্থানীয়দের চাকরির দাবিতে আন্দোলন করা মহিলাদের উপরে পুলিশের লাঠিচার্জ করার অভিযোগ উঠলো। এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়িতে অবস্থান বিক্ষোভ হলো। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনা সম্পর্কে জানা গেছে, ইসিএলের চিনাকুড়ি কয়লাখনিতে কয়লা উত্তোলনকারী বেসরকারি সংস্থায় স্থানীয়দের চাকরির দাবিতে বেশ কিছু দিন ধরে আন্দোলন করছেন এলাকার বাসিন্দারা। এদিন আন্দোলনরত স্থানীয়দের উপর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ লাঠিচার্জ করে। এরপরে ৪ জনকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে কুলটির নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখানো শুরু করেন এলাকার বাসিন্দারা।




স্থানীয়দের অভিযোগ, এদিন চাকরির দাবিতে যখন কয়লাখনি চত্বরে আন্দোলন চলছিলো। সেই সময় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছায় ও তাদের উপর লাঠিচার্জ করেছে। এমনকি মহিলাদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে দাবি করা হয়েছে । তারই প্রতিবাদে এদিন বিকেল ৫টা থেকে নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তাদের দাবি, মহিলা পুলিশ ছাড়াই মহিলাদের উপর লাঠিচার্জ করা হয়েছে। যদিও লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
সন্ধ্যার পরে পুলিশের সঙ্গে আলোচনার পরে ফাঁড়ির অবস্থান বিক্ষোভ উঠে যায়।