বার্নপুরে এবি টাইপ দুর্গাপুজোর খুঁটি পূজো
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের বার্নপুর এবি টাইপ পূজা কমিটি বৃহস্পতিবার গুরু পূর্ণিমায় দুর্গাপূজোর জন্য খুঁটি পূজোর আয়োজন করে। বার্নপুর এবি টাইপ দুর্গাপুজো কমিটি আসানসোল শিল্পাঞ্চলের নজরকাড়া দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম। বিগত কয়েক বছর ধরে তারা আকর্ষণীয় প্যান্ডেল ও প্রতিমা তৈরি করছে। এবার তারা ৪৭তম দুর্গাপূজোর আয়োজন করতে চলেছে। তারই প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার খুঁটিপূজোর মধ্যে দিয়ে প্যান্ডেল নির্মাণের কাজ শুরু হয়।




এবার ৮ লক্ষ টাকা বাজেটে ত্রিমাত্রিক শক্তির থিমে একটি প্যান্ডেল তৈরি করা হবে বলে উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে।
এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী নরেশ আগরওয়াল, শঙ্কর শর্মা, আসানসোল পুরনিগমের কাউন্সিলর অশোক রুদ্র, জগজিৎ সিং মক্কর, নওল আগরওয়াল, ক্লাব সভাপতি নিশিকান্ত সিং, চণ্ডী মিশ্র, চন্দন মিশ্র প্রমুখ উপস্থিত ছিলেন।