RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে বিশাল এলাকা জুড়ে ধস, রেললাইন থেকে মাত্র ২০০ মিটার দূরে

বেঙ্গল মিরর চরণ মুখার্জী, রানীগঞ্জ: জেমেরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের সাত গ্রাম শ্রীপুর এরিয়ার পুরনো বন্ধ হয়ে থাকা কোলিয়ারি যা চলবলপুরে বাদকুঠি কোলিয়ারি নামে পরিচিত, সেই কোলিয়ারির চানকের পাশেই থাকা অপর একটি সিল করা চানক যা কয়লা খনির খনি মুখ সেই খনি মুখের চারপাশের বিস্তীর্ণ অংশ আজ সকাল পাঁচটা থেকেই লাগাতার সশব্দে প্রায় ৭০ থেকে ৮০ ফুট গভীরে ধসে গিয়েছে। এ মুহূর্তে ওই অংশে লাগাতার ধ্বসে যাওয়ার ঘটনা ঘটছে সশব্দে একটার পর একটা অংশ ধ্বসে যাচ্ছে এখানে।

উল্লেখ্য এই এলাকা থেকে মাত্র ২০০ মিটার দূরে রয়েছে মেন রেললাইন যে রেললাইনে সমস্ত দূরপাল্লার ট্রেন যাতায়াত করে। আর তারই ঠিক বিপরীতে রয়েছে চলবলপুর বাদকুটি এলাকার বিস্তীর্ণ গ্রামাঞ্চল এই অংশে রয়েছে ৫০টিরও বেশি পরিবার দীর্ঘদিন ধরেই তারা এই অংশে বসবাস করে আসছেন আকস্মিক এই ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছে এই সমস্ত এলাকার বাসিন্দারা।

এলাকাবাসীদের দাবি ইসিএল কর্তৃপক্ষ এই সমস্ত অংশে বালি ভরাট করে কয়লা খনি গুলিকে ভরাট না করার জন্যই এরূপভাবে বারংবার ধসের ঘটনা ঘটছে তারা এই ধসের বিষয় লক্ষ্য করে সভাপতই আতঙ্কিত বেড়েছেন সংলগ্ন অংশের কয়েক মিটার দূরেই রয়েছে বেশ কয়েকটি বাড়ি যেগুলিতে জীবন কে হাতে রেখেই বাস করতে হচ্ছে তাদের। এখনো পর্যন্ত এই অংশটিকে ঘিরে দেওয়ার জন্য কোন উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি কোন তরফে। সংলগ্ন অংশে এখনো রেল মেন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *