রোটারি ক্লাব উখরার বাৎসরিক সভা, ঘোষণা হলো নতুন কমিটি
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : শুক্রবার সন্ধ্যা বেলায় বাঁকোলা গুলমোহর ক্লাবে অনুষ্ঠিত হলো উখরা রোটারি ক্লাবের বাৎসরিক সভা । সদস্যরা ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা গভর্নর অসীম কান্তি অধিকারী, সহ গভর্নর সুদীপ্ত আচার্য সহ অন্যরা । এদিন সভা থেকে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয় । অভিষেক তেওয়ারীর জায়গায় নতুন সভাপতি হন অনুজ সরাফ, বিশ্বদীপ দে এর জায়গায় সম্পাদক হন সুমিত ঘোষ ।




নবনির্বাচিত সভাপতি অনুজ সরাফ বলেন রোটারি ক্লাব এলাকার উন্নয়ন ও মানুষের সেবাতে নিয়োজিত । অনেক কাজের মধ্যে উখরা রোটারি ক্লাব পড়ুয়াদের ক্যারাটা, কম্পিউটার প্রশিক্ষণ । মহিলাদের ভোকেশনাল ট্রেনিং, বিনামূল্যে ডায়লসিস সেন্টার গড়ে তুলেছে । পাণ্ডবেশ্বরে অজয় নদীর পাড়ে ইলেকট্রিক চুল্লি নির্মাণের কাজ চলছে । এই কাজগুলির ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি প্রয়োজনীয় নতুন প্রকল্প বাস্তবায়িত করার চিন্তাভাবনা আছে বলে জানান তিনি ।