আসানসোল পৌর নিগমের উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন, গাছের চারা বিলি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, আসানসোলঃ আসানসোল পৌর নিগমের তরফে সোমবার ১৪ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত এক সপ্তাহব্যাপী অরণ্য সপ্তাহ পালন করা হবে। এদিন সকালে পুরনিগমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উপলক্ষে মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, মানস দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে পুরনিগমের তরফে মেয়র সহ অন্যান্যরা প্রত্যেককে একটি করে গাছের চারা তুলে দেন। যাতে তারা এটি রোপণ করে পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে পারেন।




এই প্রসঙ্গে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, আসানসোল পুরনিগম সবসময় নাগরিকদের মৌলিক সুবিধা প্রদানের পাশাপাশি এমন কর্মসূচির আয়োজন করে, যা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছায়। মহাপুরুষদের জন্মদিন ও পুণ্যতিথিতে কর্মসূচির পাশাপাশি অরণ্য সপ্তাহের মতো উদ্যোগ নেওয়া হয়। যাতে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে পড়ে। তিনি আরো বলেন, পরিবেশ সুরক্ষিত থাকলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে পারব। এজন্য সকলকে নিজ নিজ স্তরে অবদান রাখতে হবে।