প্রাক্তন ইসিএল কর্মীর বাড়িতে আয়কর দপ্তরের হানা
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পিছনে এক বহুতল আবাসনে ইনকাম ট্যাক্স বা আয়কর দপ্তরের হানা দিলো। জানা গেছে, ঐ আবাসনে ওম প্রকাশ সাউ নামে প্রাক্তন ইসিএল কর্মী এবং বর্তমানে রং ব্যবসায়ীর বাড়ি আছে। তারই বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দেন বলে জানা গেছে। আয়কর দপ্তরের আধিকারিকরা ৫টি গাড়ি ও কেন্দ্রীয় বাহিনীর নিয়ে আসেন।




আধিকারিকরা বাড়ির ভেতরে ঢুকেছিলেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাইরে পাহারায় ছিলেন। এদিন দুপুর ১টা থেকে এই অভিযান শুরু হয় বলে জানা গেছে। তবে কি কারণে ঐ ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তরের অভিযান চালানো হয়েছে, তা স্পষ্ট করে জানা যায়নি। সন্ধ্যের পরেও এই অভিযান চলে। এই অভিযানে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আয়কর দপ্তরের তরফেও এই অভিযান নিয়ে কিছু জানানো হয়নি।