জামুড়িয়ায় নৌকা উদ্ধার অভিযানে থাকা ৭ম ব্যাটালিয়ানের এসডিআরএফ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট দলকে সম্বর্ধনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়ায় অজয় নদীর বাগডিহা সিদ্ধপুর ঘাট এলাকায় উদ্ধার অভিযানে থাকা রাজ্য পুলিশের ৭ম ব্যাটালিয়ন এসডিআরএফ এবং পশ্চিম বর্ধমান জেলার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা দল বা ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট টিমকে সোমবার সম্বর্ধনা জানানো হলো। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে এই দুটি দলের সদস্যদেরকে এদিন আসানসোলে জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এই সম্বর্ধনা দেওয়া হয়।




এই দুটি দলের সদস্যরা শুক্রবার সারা রাত অভিযান চালিয়ে অজয় নদীর মাঝখানে যন্ত্র চালিত নৌকায় আটকে যাওয়া বীরভূম জেলার ১৬ জনকে উদ্ধার করেছিলেন। এদিনের এই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, এডিএম বা অতিরিক্ত জেলাশাসক( জেনারেল) সুভাষিণী ই , আসানসোলের মহকুমাশাসক ( সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য ও আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।