আসানসোল পুরনিগমের কমিশনারকে বিদায় সম্বর্ধনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের কমিশনার রাজু মিশ্রকে বুধবার আসানসোল পুরনিগমের তরফে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। এই উপলক্ষে এদিন পুরনিগমের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সম্প্রতি তাকে আসানসোল থেকে বদলি করা হয়েছে। এদিন রাজু মিশ্রকে মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, দুই ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এবং অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ, কাউন্সিলর এবং পুরনিগমের আধিকারিক ও অন্যান্য কর্মচারীদের উপস্থিতিতে বিদায় জানানো হয়।




এই অনুষ্ঠানে পুর কমিশনার তার বক্তব্যে সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন যে আসানসোল সর্বদা আমার হৃদয়ে থাকবে। কারণ এখানে কাজ করার সময় আমি প্রথম বাবা হওয়ার স্বাদ পেয়েছি। তাই আসানসোলের হৃদয়ে একটি বিশেষ স্থান রয়েছে। তিনি আরো বলেন যে আসানসোল পুরনিগমের আধিকারিক ও কর্মচারীদের সাথে কাজ করা তার জন্য একটি ভালো অভিজ্ঞতা ছিলো। যা আমি আজীবন মনে রাখবো।
মেয়র বিধান উপাধ্যায় বলেন, আমার সময় রাজু মিশ্রের মতো একজন চমৎকার কমিশনার পেয়েছি। যিনি তার কর্মদক্ষতা দিয়ে সকলের মন জয় করেছিলেন এবং আজ তিনি একটি নতুন জায়গায় যাচ্ছেন। যে বিভাগে তাকে বদলি করা হয়েছে তা আগামী সময়ে আসানসোলের শিল্পক্ষেত্রকে সাহায্য করবে এবং তিনি আত্মবিশ্বাসী যে রাজু মিশ্র এই কাজে আসানসোলকে সাহায্য করবেন।চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় রাজু মিশ্রের প্রশংসা করে বলেন যে তিনি একজন অত্যন্ত পরিশ্রমী কমিশনার। যিনি সর্বদা তার কর্মচারী এবং আধিকারিকদের সাথে একসাথে কাজ করেন। তার এই গুণ দেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে উচ্চতর পদে পাঠিয়েছেন। অমরনাথ চট্টোপাধ্যায় তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।