আসানসোল পুরনিগমের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন অদিতি চৌধুরী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের নতুন পুর কমিশনার পদের দায়িত্ব গ্রহণ করলেন অদিতি চৌধুরী। শুক্রবার পুরনিগমের কমিশনারের চেম্বারে বিদায়ী পুর কমিশনার রাজু মিশ্র অদিতি চৌধুরীর হাতে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন পুর কমিশনারকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান মেয়র বিধান উপাধ্যায়। রাজু মিশ্রও তাকে পুষ্পস্তবক দেন।




পরে, সাংবাদিকদের অদিতি চৌধুরী বলেন, আমি এদিন আসানসোল পুরনিগমের পুর কমিশনারের দায়িত্ব গ্রহণ করলাম। আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু বুঝতে হবে। তারপরেই আমি আমার পরিকল্পনা নিয়ে কোন মন্তব্য করবো। প্রসঙ্গতঃ, আইএএস অদিতি চৌধুরী একইসাথে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সিইও পদে থাকবেন।