পানীয় জলের দাবীতে রাস্তা অবরোধ ও ফাঁড়ি ঘেরাও বিক্ষোভে তৃণমূল কাউন্সিলরের স্ত্রী
বেঙ্গল মিরর, ।কাজল মিত্র:-আসানসোলের নিয়মতপুর এলাকার ৬১ নম্বরের কাউন্সিলার আদিনাথ পুইতণ্ডী স্ত্রী সঞ্চিতা পুঁইতন্ডিনিজে পানীয় জলের দাবীতে রাস্তা অবরোধ ও ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল । অভিযোগ, দীর্ঘদিন ধরে ৬০ নাম্বার এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। স্থানীয় কাউন্সিলর ও বোরো চেয়ারম্যানকে জানিয়েও কোনো সমস্যা হয়নি। তাই রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন। অবশেষে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।




সেই সঙ্গে কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস বিক্ষোভকারীদের সঙ্গে একসঙ্গে রাস্তা অবরোধ করতে দেখা যায়। কুলটি ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাস জানান,এলাকার মানুষের সাথে সাথে খোদতৃণমূল কাউন্সিলর এর স্ত্রীপথে নেমেছে এর থেকে বোঝা যায় তৃণমূল কাউন্সিলর এলাকায় কি কাজ করছে । পানীয় জলের সমস্যা রয়েছে।তাই তিনিও আজ পথে ।