PANDESWAR-ANDAL

বজ্রঘাতে মৃত বাবা আহত দুই ছেলে

বেঙ্গল মিরর।সার্থক কুমার দে, লাউদোহা : বজ্রঘাতে মৃত্যু হল বাবার, আহত দুই ছেলে । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি গ্রামে । মাঠে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান ।বৃহস্পতিবার দুপুর আড়াইটা তিনটে নাগাদ দুর্গাপুর ফরিদপুর থানার ইছাপুর পঞ্চায়েতের সরপি গ্রামে বজ্রঘাতে মৃত্যু হয় স্বপন হাজরা (৫২) নামে এক ব্যক্তির । মৃত ব্যক্তির বাড়ি সরপি গ্রামের হাজেরা পাড়ায় ।

ঘটনায় আহত হন মৃত স্বপনবাবুর দুই ছেলে কল্যাণ হাজরা ও রিজু হাজরা । স্থানীয় সূত্রে জানা যায় এদিন মাঠে কাজ করছিলেন স্বপনবাবু ও তার ছোট ছেলে রিজু, দুপুরে তাদের জন্য মাঠে খাবার নিয়ে যাই বড় ছেলে কল্যাণ হাজরা । খাবার খাওয়ার কিছুক্ষণ পর আচমটাই বজ্রপাত হয় । বাবা ও দুই ছেলে ঘটনার সময় মাঠে লুটিয়ে পড়ে । স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান । সেখানকার চিকিৎসকরা স্বপন বাবুকে মৃত বলে ঘোষণা করেন । আহতদের চিকিৎসা চলছে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ।

News Editor

Mr. Chandan | Senior News Editor Profile Mr. Chandan is a highly respected and seasoned Senior News Editor who brings over two decades (20+ years) of distinguished experience in the print media industry to the Bengal Mirror team. His extensive expertise is instrumental in upholding our commitment to quality, accuracy, and the #ThinkPositive journalistic standard.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *