আসানসোলে জেলা ভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কন্যাপুর আদর্শ শ্রমিক মঙ্গল কেন্দ্রে পশ্চিমবঙ্গ সরকারের লোকসংস্কৃতি ও উপজাতি সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ও পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় শনিবার জেলা ভিত্তিক পশ্চিম বর্ধমান লোকশিল্পীদের সম্মেলন হয়। জেলা পর্যায়ে হওয়া এই অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম , জেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ বাউরি , আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় , জেলা পরিষদের সহ-সভাপতি বিষ্ণু দেও নুনিয়া উপস্থিত ছিলেন।




পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন অঞ্চলের লোকশিল্পীদের এখানে সম্মাননা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে মলয় ঘটক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে জেলার লোকশিল্পীদের যথাযথ সম্মান দেওয়া হচ্ছে এবং তাদের উন্নত জীবনযাপনে সহায়তা করা হচ্ছে। মন্ত্রী বলেন, বামপন্থীদের ৩৪ বছরের শাসনে লোকশিল্পীদের অবহেলা করা হয়েছিল। যার ফলে বাংলার সংস্কৃতি মানুষের সামনে আসতে পারেনি। কিন্তু এই লোকশিল্পীদের উৎসাহিত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংস্কৃতিকে আবার পুনরুজ্জীবিত করেছেন।
এই লোকশিল্পীরা আজ গ্রাম থেকে গ্রামে ঘুরে লোকগানের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করছেন। যে কারণে সেখানকার মানুষ সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন।অনুষ্ঠানে জেলাশাসক এই লোকশিল্পীদের গুরুত্বও তুলে ধরে বলেন যে, এই লোকশিল্পীরাই বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গিয়ে সরকারি প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দেন। তাই আজ এই লোকশিল্পীরা যে সম্মান পাচ্ছেন তা তাদের প্রাপ্য।