BARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুরে সিআইএসএফ জওয়ানকে খুনের ঘটনা, তিন মাস পরে ধৃত এক

বেঙ্গল মিরর, সালানপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ শেষ পর্যন্ত প্রায় তিন মাস পরে সিআইএসএফ জওয়ানকে খুনের ঘটনায় গ্রেফতার হলো একজন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশের হাতে গ্রেফতার হওয়া ধৃতর নাম রাহুল গুপ্ত ওরফে মুরগি।
পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডোমদোহা উপরডাঙ্গা এলাকায় গত ২৩ এপ্রিল দুষ্কৃতির গুলিতে এক সিআইএসএফ (কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী) জওয়ানের মৃত্যু হয়েছিলো। মৃত জওয়ানের নাম ছিলো সুনীল পাসোয়ান। তিনি ঝাড়খণ্ডের মেহিজাম বাড়ুই পাড়ার বাসিন্দা ছিলেন।

পুলিশ এই ঘটনার তদন্তে নেমে সিসিটিভির ফুটেজের সূত্রে দুষ্কৃতির পোশাক দেখিয়ে স্থানীয় মানুষজনদেরকে জিজ্ঞাসাবাদ করে। এরপরে পুলিশ ঝাড়খণ্ডের মিহিজাম আম্বেদকর নগরের বাসিন্দা রাহুল গুপ্ত ওরফে মুরগির বাড়িতে হানা দেয়। সেখানে উদ্ধার হয় খুনের সময় ব্যবহৃত পোশাক। তারপরই পুলিশ জানতে পারেন মিহিজাম থানার খুনের মামলায় (১০/২০২৫) সে জেলবন্দি। তারপরেই রূপনারায়নপুর পুলিশ রাহুল গুপ্তাকে জামতাড়া জেল থেকে শোন অ্যারেস্ট করে ১০ দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসে।


অন্য একটি সূত্রে জানা গেছে, রূপনারায়নপুর পুলিশ তারা বাড়িতে তল্লাশি চালিয়ে খুনের সময় ব্যবহৃত পোশাকটি বাজেয়াপ্ত করেছে।তবে এই ঘটনায় আরো কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। ধৃত রাহুল গুপ্তাকে শনিবার আসানসোল আদালতে পেশ করা হয়। এই ঘটনার আরো তদন্তের জন্য রুপনারায়নপুর ফাঁড়ির তরফে তাকে চারদিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *