দুর্গাপুরে ” বনমহোৎসব ” অনুষ্ঠানে গাছ পুঁতলেন মন্ত্রী ও জেলাশাসক
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়, দুর্গাপুরঃ* ১৪ জুলাই থেকে শুরু হওয়া ” বনমহোৎসব” চলবে ২০ জুলাই পর্যন্ত । শনিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুর্গাপুরে মহকুমাশাসক দপ্তরের সংলগ্ন শ্রাবণ্য তে বনমহোৎসব পালন করা হলো। এই বনমহোৎসবে গাছ লাগালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। বনমহোৎসব বার্তা ছিল ” একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান” ।




বনমহোৎসব অনুষ্ঠানে রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম , দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় , আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত , দুর্গাপুর নগর নিগমের প্রশাসক, পুর কমিশনার ও এসবিএসটিসি বা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান ও বাঁকুড়া বীরভূম ও দুর্গাপুরের ডিএফও। এছাড়া উপস্থিত ছিলেন বন দপ্তরের আধিকারিক ও স্কুলের পড়ুয়ারা।