দুর্গাপুরে বেহাল দশা রাস্তার, প্রতিবাদে ধানের চারা পুঁতে বিক্ষোভ বিজেপির
বেঙ্গল মিরর দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ রাস্তা মেরামতির দাবিতে রবিবার সকালে দুর্গাপুরে বিজেপির বিক্ষোভ। খানাখন্দে ভরা রাস্তার জমা জল ও কাদায় পদ্মফুলের গাছ ও ধানের চারা গাছ পুঁতে করা হয় বিক্ষোভ। হাতে ছিলো ব্যানার।
বলা হয়েছে, এই রাস্তার দিয়ে কলেজ স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষেরা প্রতিনিয়ত আসা-যাওয়া করেন। চলাচল করে গাড়িও। কিন্তু দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা রাস্তায় জমছে জল। নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় নালা নর্দমার জল এই রাস্তা দিয়ে বইছে। এইসব কিছু থেকে গোটা এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। হচ্ছে পরিবেশ দূষণও। এই রাস্তা দিয়ে যাতায়াত করা স্কুল পড়ুয়া সাধারণ মানুষের প্রতিদিন সমস্যা ও দুর্ভোগে পড়ছেন।




দুর্গাপুর নগর নিগমের বিধাননগরে ২৭ নম্বর ওয়ার্ড মার্টিন লুথার সরণীর রাস্তার এমন বেহাল দশার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি কর্মী ও সমর্থকেরা।
তাদের দাবি দীর্ঘদিন ধরে এ রাস্তার বেহাল দশা। নর্দমার জল রাস্তায় জমছে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে পথচারী থেকে বাইক আরোহীরা দুর্ঘটনার কবলে পড়ছেন প্রতিনিয়ত। অবিলম্বে এই রাস্তা মেরামত করতে হবে। না হলে, আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে।