আসানসোলের পুর কমিশনারকে সম্বর্ধনা ক্রেডাই ও চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের পুর কমিশনার হিসেবে সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন অদিতি চৌধুরী। সোমবার ক্রেডাই আসানসোল এবং আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তরফে পুরনিগমে অদিতি চৌধুরীকে তার অফিসে সংবর্ধনা জানানো হয়। ছিলেন শচীন রায় , বিনোদ গুপ্ত, নিখিলেশ উপাধ্যায় সহ অন্যান্যরা। তারা অদিতি চৌধুরীকে ফুলের তোড়া এবং স্মারক উপহার দিয়ে সম্মানিত করেন।




এই উপলক্ষে দুই সংগঠনের প্রতিনিধিরা অদিতি চৌধুরীর সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। তারা আসানসোল পুরনিগম এবং এই দুটি সংগঠন একসাথে পুর এলাকায় উন্নয়ন কিভাবে ত্বরান্বিত করতে পারে তা নিয়ে আলোচনা করেন। সংগঠন দুটির তরফে পুর কমিশনারকে আশ্বস্ত করা হয় যে এই দুটি সংগঠন সর্বদা পুরনিগমের সাথে রয়েছে।
ভবিষ্যতেও প্রতিটি উন্নয়নমূলক কাজে পুরনিগম এই দুটি সংগঠনের সহায়তা পেতে থাকবে। অদিতি চৌধুরী এই দুটি সংগঠনের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন যে পুর এলাকার উন্নয়নের জন্য সমাজের সকল শ্রেণীর সহযোগিতা প্রয়োজন। শিল্প খাতের সাথে যুক্ত ব্যক্তিদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন।