আসানসোলের মন্দিরে শিব ভক্তদের ভিড়
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বাংলা পঞ্জিকা বা ক্যালেন্ডার মতে এদিন ছিলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই উপলক্ষে এদিন আসানসোলের ১৯ নং জাতীয় সড়ক লাগোয়া চন্দ্রচূড় মন্দির প্রাঙ্গণে ভক্তদের বিশাল ভিড় জমে। জানা গেছে, ভক্তরা এদিন ভোর রাত তিনটে থেকে মন্দির প্রাঙ্গণে এসেছিলেন মহাদেবের জলাভিষেক করতে।




এই বিষয়ে মন্দির কমিটির একজন সদস্য বলেন, শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে অন্য সোমবারের তুলনায় বেশি ভক্ত মন্দির প্রাঙ্গণে এসেছিলেন। মন্দির কমিটি এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য সকল ধরণের ব্যবস্থা করা হয়েছিলো, যাতে তারা কোনও সমস্যা ছাড়াই অভিষেক করতে পারেন। পাশাপাশি, তারা যাতে কোনও ধরণের সমস্যার সম্মুখীন না হন, তার দিকে নজর রাখা হয়েছিলো।
তিনি আরো বলেন, এদিন প্রায় ২০,০০০ ভক্ত মন্দিরে এসেছেন।তবে, এদিন শুধু এই চন্দ্রচূ্ড় মন্দির নয়, আসানসোল শহর তথা শিল্পাঞ্চলের অন্য মন্দিরেও শিব ভক্তদের ভিড় ছিলো, চোখে পড়ার মতো।