খনি কর্মীর মৃতদেহ উদ্ধার
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক খনি কর্মীর মৃতদেহ । মৃতের নাম অরুনা প্রধান (৪৬) । অন্ডালের খাস কাজোড়া কোলিয়ারি এলাকার ঘটনা । স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে খাস কাজোরা কোলিয়ারীর ডাঙ্গাপাড়া সংলগ্ন একটি নির্জন জায়গায় অরুনা প্রধানের মৃতদেহটি পাওয়া যায় ।




গাছের ডালে ফাঁস লাগা অবস্থায় দেহটি ঝুলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান । খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ । ময়না তদন্তের জন্য দেহটি উদ্ধার করে পুলিশ থানাতে নিয়ে যাই । মৃত অরুনা বাবু উড়িষ্যার বাসিন্দা । খাস কাজোরা কোলিয়ারীতে কর্মরত ছিলেন । খনি আবাসনে পরিবার নিয়ে থাকতেন বলে স্থানীয়রা জানান ।