দুর্গাপুরে ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে দুর্ঘটনায় ঠিকা শ্রমিকের মৃত্যু , ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ, উত্তেজনা
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এক ঠিকা শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে । দুর্গাপুরের বিদ্যাপতি রোডের বাসিন্দা মৃত ঠিকা শ্রমিকের নাম কানাই বড়ুয়া (৩৫)। মৃত ঠিকা শ্রমিকের পরিবারের তরফে আর্থিক ক্ষতি পূরণ ও একজনের চাকরির দাবি করা হয়েছে। তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটটিইউসির তরফে ন্যাশানাল ইন্সটিটিউট অফ টেকনোলজি কতৃপক্ষের কাছে একই দাবি করা হয়েছে।




জানা গেছে, কানাই বড়ুয়া নামে ঐ ঠিকা শ্রমিক এক ঠিকাদারী সংস্থার অধীনে ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কাজ করেছিলেন। তিনি এদিন সকালে কর্মরত অবস্থায় একটি উঁচু বাড়ি থেকে নিচে পড়ে আহত হন । সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা ঐ শ্রমিককে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনার পরে, সহকর্মী শ্রমিকদের অভিযোগ মৃত শ্রমিকের কাজের সময় সেফটি বেল্ট ছিল না।
এই শ্রমিকের মৃত্যুর পরে ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলো। সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাটিও কাঠগড়ায় উঠেছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, কিভাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এমন একটি সংস্থাকে কাজের বরাত দেয়। আর্থিক ক্ষতি পূরণ ও একজনের চাকরির দাবি নিয়ে, শ্রমিকের মৃতদেহ নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি গেটে বিক্ষোভে বসেন অন্যান্য ঠিকা শ্রমিক ও পরিবারের সদস্যরা । জানা গেছে, এরপরে কর্তৃপক্ষের সঙ্গে ক্ষতিপূরণের দাবিতে বৈঠকে বসেছেন মৃতের পরিবারের সদস্য ও শ্রমিক সংগঠনের নেতারা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দূর্গাপুর থানার পুলিশ।