এক বাইকের খোঁজে ৫ বাইক উদ্ধার, দুর্বল লক চোরেদের টার্গেট
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : একটা চুরির বাইক উদ্ধার করতে গিয়ে পাঁচ পাঁচটা চুরির বাইক উদ্ধার করল রানীগঞ্জ থানার পুলিশ। আবারো রাণীগঞ্জ থানার পিসি পার্টির পুলিশ সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে পেল সফলতা। বাইক চুরির আসামিদের সিসিটিভি ফুটেজের মাধ্যমে লক্ষ্য করে বারংবার বিভিন্ন এলাকায় খোঁজ তল্লাশির পর দুই বাইক চোরকে পাকড়াও করে তাদের আদালতে হাজির করার পর পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে পরপর পাঁচটি বাইক উদ্ধার করল তাদের গোপন আস্তানা থেকে।




বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত ধৃত ২ অভিযুক্তকে সামনে রেখে পাঁচ পাঁচটি মোটর বাইক উদ্ধারের বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরলেন। ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জের শিশু বাগান এলাকায় গত দশই জুলাই প্রসেনজিৎ রুজ নামের এক ব্যক্তির একটি গ্লামার বাইক চুরি যায়। আর এরপরই রানীগঞ্জের পাঞ্জাবি ফাঁড়ি এলাকার সিয়ারসোল রাজবাড়ী মোড়ের এসবিআই এটিএম এর সামনে থেকে ১৭ই জুলাই শান্তনু মুখার্জী নামে এক ব্যক্তির একটি গ্ল্যামার বাইক চুরি যায়।
আর সেই ঘটনার পরই রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের হলে, রানীগঞ্জ থানার পিসি পার্টি পুলিশের সাব ইন্সপেক্টর প্রীতম পাল ও পারভেজ আলম এই ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ লক্ষ্য করে, ওই ব্যক্তিদের মধ্যে একজন, বছর একুশের ঝাড়খণ্ডের, ধানবাদ জেলার, নিরসা থানার, মোগমা এরিয়ার কাঞ্চনডিহির বাসিন্দা ফাইজান আনসারী কে লক্ষ্য করে, তাকে অনুসরণ করতেই পায় সফলতা। দেখা যায় সে রানীগঞ্জেরই নবীনগরের বাসিন্দা এমডি রাজনের সঙ্গে রানীগঞ্জ শহর এলাকায় ঘুরছিল। এরপরই পুলিশ তাদের পাকড়াও করলে, তাদের সঙ্গে থাকা যে মোটরবাইক ছিল, তাও গিরিডিটি এলাকা থেকে চুরি করা বাইক বলে জানতে পারে।
এরপরই পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে আসানসোল জেলা আদালতে তাদের হাজির করলে, বিচারক ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশি হেফাজতে দিলে, পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া চারটি মোটর বাইক উদ্ধার করে। জানা গেছে এই চোরের দল, দুর্বল থাকা গাড়ির লক সিস্টেমকে লক্ষ্য করেই সেই সব গাড়িকে টার্গেট করে। পরবর্তীতে পশ্চিমবঙ্গের গাড়ি বিহার, ঝাড়খন্ডে, আর বিহার ঝাড়খণ্ডের গাড়ি পশ্চিমবাংলায় চালান করে। বহু ক্ষেত্রে তাদের নাম্বার প্লেট বদলে চালায় এই গাড়ি পাচার চক্র। পুলিশ আগামীতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে, আরো কোন ঘটনার সঙ্গে তারা যুক্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে। একই সাথে তাদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে সে বিষয়েও খোঁজ তল্লাশি শুরু করেছে।