ASANSOL

আসানসোলে পাপ্পু ও বিবেকের বালিঘাটে পুলিশের হানা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, আসানসোল : বর্ষাকালীন সময়ে নদ-নদী থেকে বালি তোলার ওপর নিষেধাজ্ঞা জারি থাকার পরও, আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক শ্রেণীর অবৈধ বালি পাচারকারী মাফিয়া বালি পাচার করেছি চলেছিল রাতের অন্ধকারে দামোদর নদের বুক চিরে। এবার সেই অন্যায় ভাবে অবৈধ উপায়ে বালি পাচার রোধ করার লক্ষ্যে, আসানসোল দক্ষিণ থানার ডামরা এলাকার বালিঘাটে অতর্কিতে হানা দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ পুলিশ বাহিনী।

মঙ্গলবার গভীর রাত্রে তারা ডিসিপি ধ্রুব দাসের নেতৃত্বে এসিপি সেন্ট্রাল ওয়ান বিশ্বজিৎ নস্কর, সেন্ট্রাল টু বিমান কুমার মির্ধার উপস্থিতিতে রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ির আইসি বুদ্ধদেব গায়েন ও অন্য সকল পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে অতর্কিতে দামোদর এলাকার ওই দুই অংশে নৌকায় করে বালি কেটে সেই বালি পাচার করার সময় অবৈধভাবে বালি বোঝাই করা ১১ টি ট্রাক্টার আটক করে পাশাপাশি এই অবৈধভাবে বালি পাচার করার সঙ্গে যুক্ত থাকা আট জন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে দীর্ঘদিন ধরে ওই অংশ দিয়ে অন্যায় ভাবে বালি পাচার করে চলেছিল বেশ কিছুজন মাফিয়া এই বিষয়টি সম্পর্কে প্রশাসন জানতে পারার পরপরই পুলিশের বিশেষ দল সক্রিয় হয়ে এই অভিযানে নামেন যেখানে তারা আসানসোল দক্ষিণ থানার পুলিশকে না জানিয়ে এ ধরনের অভিযান চালিয়েছে বলে জানা যায়।

এই বালি পাচারের প্রক্রিয়া ওই অংশে ঠিক কতদিন ধরে চলছিল এবং কারা কারা এই পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে সে সকল জানার জন্য জোর তৎপর হয়েছে পুলিশ। জানা গেছে যে সকল অভিযুক্তকে ওই অংশে বালি পাচারের জন্য গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তাদের আসানসোল জেলা আদালতে তোলা হচ্ছে। তবে এই অভিযান এখানেই সীমিত হয়ে থাকবে না বলেই জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা জানা গেছে বালি পাচার রোধ করতে দিকে নানান সময়ে অতর্কিতে এই অভিযান বারংবার তারা চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *