বিদ্যুৎ বিভ্রাট পথ অবরোধ করে বিক্ষোভ, ক্ষুব্ধ গ্রামবাসীদের
বেঙ্গল মিরর, কাজল মিত্র:- সালানপুর ব্লকের আল্লাডি পঞ্চায়েতের অন্তর্গত বরাভূই আদিবাসী গ্রামে বারবার বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ গ্রামবাসীরা বুধবার আসানসোল-চিত্তরঞ্জন সড়কের শিরীষবেড়িয়া মোড়ে ধামসা মাদল বাজিয়ে পথ অবরোধ করেন। তাঁদের অভিযোগ, গ্রামে ১০০টিরও বেশি পরিবার থাকলেও মাত্র ২৫ কেভিএ-র ট্রান্সফরমার রয়েছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে বিদ্যুৎ পরিষেবা প্রায়ই ব্যাহত হয়।




গ্রামবাসীরা জানান, বিদ্যুৎ বিভাগে একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও সমাধান হয়নি। বরং অভিযোগ করতে গিয়ে তাঁদের হয়রানির শিকার হতে হয়েছে। এই পরিস্থিতিতে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তাঁরা ৬৩ কেভিএ-র ট্রান্সফরমার স্থাপনের দাবিতে পথে নামেন। অবরোধের সময় ধামসা মাদলের তালে তাঁদের প্রতিবাদী কণ্ঠ জোরালো হয়ে ওঠে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সমর্থন পায়।
এই অবরোধে সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়।গ্রামবাসীরা জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে দৈনন্দিন জীবনযাত্রা,বিশেষ করে পড়াশোনা ও গৃহস্থালির কাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁরা অভিযোগ করেন, বিদ্যুৎ বিভাগের উদাসীনতা তাঁদের এই পদক্ষেপে বাধ্য করেছে। স্থানীয় প্রশাসন ও সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিদ্যুৎ বিভাগের এক আধিকারিক জানান, সমস্যাটি খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।এই ঘটনা গ্রামীণ এলাকায় বিদ্যুৎ পরিষেবার অব্যবস্থাপনাকে সামনে এনেছে।প্রায় ঘন্টা খানেক অবরোধ চলার পর ৬৩ কেভিএ-র ট্রান্সফরমার লাগানোর আশ্বাস পেলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়।