পিএইচইর পাইপলাইন ভেঙে পড়ার ঘটনা, জেলাশাসককে একাধিক দাবিতে স্মারকলিপি সিপিএমের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বা সিপিএমের পক্ষ থেকে বৃহস্পতিবার আসানসোলে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পোন্নাবলমের সাথে দেখা করে বার্নপুরের কালাঝরিয়ায় পিএইচইর পানীয়জলের পাইপলাইন ভেঙে যাওয়া এবং জল সরবরাহে ব্যহত হওয়ার বিষয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়। এই বিষয়ে সিপিএম নেতা পার্থ মুখোপাধ্যায় বলেন, বুধবার কালাঝরিয়ায় জলের পাইপলাইন ভেঙে পড়ে। এর ফলে সেখানে দুজন আটকে পড়েন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। অন্যদিকে, এই ঘটনার জন্য বিভিন্ন এলাকায় পানীয়জল সরবরাহে ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে এদিন জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। তাকে অবৈধভাবে বালি উত্তোলনের বিষয়ে অবহিত করা হয়।




তিনি আরো বলেন, জেলা প্রশাসনের তরফে আমাকে জানানো হয়েছে যে আপাতত জল সরবরাহের জন্য অস্থায়ী ব্যবস্থা করা হবে। পরে স্থায়ী ব্যবস্থা করা হবে। তিনি বলেন, এখন বর্ষাকাল, ডিভিসি অতিরিক্ত জল ছাড়ছে, এটি মাথায় রেখে অস্থায়ী ব্যবস্থা করা দরকার। অবৈধ বালি উত্তোলনের বিষয়ে তিনি বলেন, জেলাশাসকক নির্দিষ্ট কিছু জায়গা সম্পর্কে জানানো হয়েছে। যেখান থেকে অবৈধ বালি ব্যবসা চলছে। এর মধ্যে রয়েছে চিত্তরঞ্জন, সালানপুর, ডামরা ও জামুরিয়া ইত্যাদি এলাকা। যেখানে অবৈধ বালি উত্তোলন এবং বালি পাচার চলছে।
পার্থ মুখোপাধ্যায় বলেন, দলের তরফেও বিবেচনা করা হচ্ছে, যদি এই এলাকাটি বাঁচাতে হয়, তাহলে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। আদালতের একজন প্রাক্তন বিচারকের নেতৃত্বে একটি তদন্ত দল গঠন করতে হবে। যারা অবৈধ বালি ব্যবসার তদন্ত করবে। যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কিছু বালি পাচারকারী অন্যান্য জেলা থেকে এসে এখানে অবৈধ ব্যবসা চালাচ্ছে। তখন পার্থ মুখোপাধ্যায় বলেন, আমাদের কাছে একজন বালি মাফিয়াই একজন বালি মাফিয়া। তিনি যে জেলারই হোন না কেন। সম্প্রতি, আসানসোলের পুলিশ কিছু বালির ট্রাক্টর আটক করেছে। এই প্রসঙ্গে , সিপিএম নেতা বলেন যে তিনি এখনই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। কারন এই আটক করার বিষয়টি লোক দেখানোও হতে পারে।