আসানসোলে ৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত, ১০২ নং ওয়ার্ডে মোকাবিলায় পদক্ষেপ স্বাস্থ্য বিভাগের
বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের কুলটিতে ১০২ নং ওয়ার্ডে এক ডেঙ্গু আক্রান্তর হদিশ মিললো। স্বাভাবিক ভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তপন বাউরি নামে বছর ৫৪ র ঐ ব্যক্তি বর্তমান আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেনএং। আসানসোল পুরনিগমের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ১০২ নং ওয়ার্ডের ৭ নং সোদপুর বাংলা পাড়ার বাসিন্দা তপন বাউরি গত সপ্তাহে জ্বরে আক্রান্ত হন। গত শুক্রবার তার পরীক্ষায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া যায়। তারপর থেকে তিনি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



বুধবার খবর পেয়ে আসানসোল পুরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগৎ ঐ এলাকায় যান। তার সঙ্গে ছিলেন পুরনিগমের স্বাস্থ্য বিভাগের কর্মীরা। মেয়র পারিষদকে সামনে পেয়ে ঐ এলাকার বাসিন্দারা সাফাই সহ বিভিন্ন বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মেয়র পারিষদ সব বিষয়গুলি শুনে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এলাকায় বাসিন্দাদের ক্ষোভ মুলতঃ ওয়ার্ড কাউন্সিলারের বিরুদ্ধে।
তাদের দাবি, কাউন্সিলার এলাকায় কোন কিছু করেন না। নিয়মিত সাফাই করা হয়না। পরে মেয়র পারিষদ বলেন, এদিন পর্যন্ত এই মরশুমে আসানসোল পুরনিগম এলাকায় সবমিলিয়ে ৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৬ জন মাইগ্রেন। বলতে গেলে সবাই চিকিৎসার পরে সুস্থ আছেন। কুলটির ১০২ নং ওয়ার্ডের সদ্য একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আমি এদিন ঐ এলাকায় গেছিলাম। এলাকার বাসিন্দাদেরকে সচেতন করে এসেছি। স্বাস্থ্য বিভাগের কর্মীদেরকে এলাকায় নজরদারি বাড়াতে বলা হয়েছে। কারোর জ্বর হলে, সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মেয়র পারিষদ আরো বলেন, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে উদ্বেগ হওয়ার মতো কিছু নেই। সবকিছু নিয়ন্ত্রণে আছে। আমরা ১০৬ টি ওয়ার্ডেই নজর রাখছি।
এদিকে, আসানসোল পুরনিগমের চীফ মেডিক্যাল অফিসার ডাঃ দীপক গাঙ্গুলি বলেন, এই সময় ডেঙ্গুর প্রকোপ দেখা যায়। এখনো পর্যন্ত আসানসোল পুরনিগম এলাকায় তেমন প্রকোপ দেখা যায় নি। এবারে বৃষ্টি বেশি হচ্ছে। আবারও এই সময় মাঝে মধ্যেও বৃষ্টি হচ্ছে। জমা জলেই সমস্যা। জল বয়ে চলে গেলে কোন সমস্যা নেই। তিনি আরো বলেন, আমরা প্রতিদিন সব ওয়ার্ড থেকে রিপোর্ট নিয়ে থাকি। স্বাস্থ্য বিভাগের কর্মী ও আধিকারিকদেরকে সবকিছু বলা হয়েছে।