ASANSOL

আসানসোল আদালতে আইনজীবীদের বিক্ষোভ

কনস্টেবলের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ কর্মবিরতি পালন করে

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত* আসানসোল জেলা আদালতের আইনজীবীরা বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। বুধবার থেকে তারা তিনদিনের কর্মবিরতি শুরু করেছেন। ছিলে বর্ষীয়ান আইনজীবী শেখর কুন্ড।এই প্রসঙ্গে আসানসোল জেলা আদালতের বার এ্যাসোসিয়েশনের সেক্রেটারি বাণীকুমার মন্ডল এদিন বলেন, গত ১৮ জুলাই আদালতের ডিএলএসের নিরাপত্তা রক্ষী কনস্টেবল দুই আইনজীবীকে হেনস্থা করেন। পরবর্তীকালে আইনজীবীরা জেলা জজকে গোটা বিষয়টি জানান। তখন তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো সেই ব্যবস্থা নেওয়া হয়নি। সে কারণেই জেলা আদালত চত্বরে আইনজীবীদের আন্দোলন।

এদিন আসানসোল আদালতে বিক্ষোভ দেখানো আইনজীবীরা প্রতিবাদ করে বলেন, আমরা প্রশাসনের সাথে সবসময় সহযোগিতা করতে চাই। কিন্তু এখানে আদালতের আইনজীবীদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, তাদের অভিযোগ শোনা হচ্ছে না। এমন পরিস্থিতিতে তাদের প্রতিবাদ করা ছাড়া আর কোনও উপায় নেই। আইনজীবীরা জানিয়েছেন, গত ১৮ জুলাই আইনজীবী বিনয় চৌধুরী এবং তৃষ্ণা রায়কে নিরাপত্তা রক্ষী মারধর করেছে। তারা স্পষ্টভাবে বলেন যে আইনজীবীরা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *