ASANSOL-BURNPUR

বার্নপুরে স্কুল পরিদর্শনে বিজেপি বিধায়ক, পড়ুয়াদের সঙ্গে কথা, অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ

বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বুধবার তার নিজের নির্বাচনী এলাকা বার্নপুরের ৮ নম্বর বস্তি মহাত্মা গান্ধী হাইস্কুলে পরিদর্শনে আসেন। তিনি স্কুলের বর্তমান পরিস্থিতি ও বেশ কিছু বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। এই বিষয়ে বিধায়ক বলেন, স্কুলের পড়ুয়াদের সাথে কথা বলার সময় আমি জানতে পারি যে স্কুলে অনেক বিষয়ে পড়ানোর জন্য শিক্ষক নেই। যে কারণে অনেক বিষয় এই স্কুলে পড়ানো হচ্ছে না।

বিধায়ক বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষা কয়েক মাস পরে হবে। কিন্তু ছাত্রীরা আমাকে বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি, এই পুরো শিক্ষাবর্ষে এই দুটি বিষয়ের একটিও ক্লাস হয়নি। মাধ্যমিক পড়ুয়াদের অবস্থাও একই রকম। তাদের পড়াশোনায়ও ঠিক মতো হচ্ছে না । স্কুলের শৌচাগারের অবস্থাও খুবই খারাপ। প্রায় দেড় বছর ধরে সাফাই কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না। স্কুলে কোন সাফাই কর্মী নেই। যে কারণে শৌচাগার পরিষ্কার করা হচ্ছে না।

অগ্নিমিত্রা পাল বলেন, স্কুল সকাল ১০:৩০ টায় শুরু হয় এবং বিকাল ৪:৩০ টা পর্যন্ত চলে। এমন পরিস্থিতিতে স্কুলে পড়ুয়া মেয়েরা সমস্যার সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, আমি এদিন কাউকে কিছু না বলেই স্কুলে আচমকাই পরিদর্শনের জন্য এসেছিলাম। এসে দেখি যে শিক্ষকরা ক্লাসরুমে পড়াচ্ছেন না। তারা নিজেদের মধ্যে কথা বলছেন, আর পড়ুয়ারা স্কুলের মাঠে ঘোরাফেরা করছে।

বিধায়ক বলেন, যদি এইভাবে স্কুলটি চলতে থাকে, তাহলে সরকারি স্কুলে পড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ কি হবে? তাদেরকে বোকা বানানো হচ্ছে। কারণ তারা দরিদ্র পরিবারের। তাদের অভিভাবকদের বেসরকারি স্কুলে পাঠানোর ক্ষমতা নেই। বিধায়ক বলেন, স্কুলের পড়ুয়ারা আমাকে বলেছে যে স্কুলের অধ্যক্ষ ১২ মাসে ২ মাস খুব কমই স্কুলে আসেন। এমন পরিস্থিতিতে, স্কুলের অবস্থা এমন হয়ে যাওয়া অবাক করার মতো কিছু নয়। তিনি বলেন, আমি এদিনই এই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীকে একটি চিঠি লিখবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠির একটি কপিও পাঠাবো। তিনি আরো বলেন যে আমি এই পুরো বিষয়টি ডিআইকে জানাবো। এদিন বিধায়ক স্কুল থেকে ডিআইয়ের অফিসে যান। তিনি স্কুলে যে সমস্ত অব্যবস্থা দেখেছেন সে সম্পর্কে ডিআইকে অবহিত করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *