ASANSOL

আসানসোলে পথচলা শুরু ” ইভেন্ট ম্যানেজমেন্ট ফেডারেশন” র

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ডেকোরেটার্স সমন্বয় সমিতি আসানসোল মহকুমার অনুমোদিত একটি শাখা সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করলো “ইভেন্ট ম্যানেজমেন্ট ফেডারেশন” । শুক্রবার এই সংগঠনের পথ চলা শুরু হলো। আসানসোল সেনরেল রোডের হিন্দুস্তান রেসিডেন্সির কনফারেন্স হলে শুক্রবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এই সংগঠন সম্পর্কে বিস্তারিত জানান সভাপতি উৎপল রায় চৌধুরী। এছাড়াও ছিলেন চেয়ারম্যান অশোক সুলতানিয়া, যুগ্ম সম্পাদক অমিত যাদব ও শ্যামল সামন্ত, সহ সম্পাদক শংকর মাহাতো, কোষাধ্যক্ষ তারক রজক।

সভাপতি বলেন, সংগঠনের কার্ড ছাড়া কেউ কারোর সঙ্গে চুক্তিবদ্ধ হবেন না। আমরা সব সদস্যকে কার্ড দেবো। কোন অনুষ্ঠানের ব্যাপারে চুক্তিবদ্ধ হওয়ার আগে, সংগঠনের সদস্য পদ আছে কিনা তা দেখে নেবেন। তাতে প্রতারিত হবেন না। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমায় সবমিলিয়ে ৫০০ ডেকোরেটার্স সদস্য হিসেবে রয়েছেন। আমরা চাই সবাই সরকারি সবকিছু মেনে ব্যবসা করেন। তাতে, কারোর কোন সমস্যা হবেনা।

সভাপতি বলেন, এই ইভেন্ট ম্যানেজমেন্ট শিক্ষিত বেকারদেরও কাজের সুযোগ দেবে। আগামী দিনে ১১ জন দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের গণবিবাহের ব্যবস্থা করবে এই ফেডারেশন। প্রসঙ্গতঃ, আগামী ২৯ ও ৩০ জুলাই আসানসোলের রবীন্দ্র ভবনে হবে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ডেকোরেটার্স সমন্বয় সমিতির জেলা সম্মেলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *