তৃনমুল মাধ্যমিক শিক্ষক সমিতির পশ্চিম বর্ধমান জেলার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* শিক্ষাসেলের চেয়ারম্যান তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরামর্শ মতো ও রাজ্য সভাপতি বিজন সরকার অনুমোদিত পঃবঃ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি, পশ্চিম বর্ধমান জেলার পূর্নাঙ্গ তালিকা শুক্রবার প্রকাশিত হলো। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তা প্রকাশ করেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।




এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান তথা জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র তথা জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি ( আসানসোল) অভিজিৎ ঘটক সহ অন্যান্য নেতৃবৃন্দ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজীব মুখোপাধ্যায়।

