DURGAPUR

উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগসূত্র নিবিড় করতে ১৬৩ কোটি টাকা ব্যয়ে সেতু উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : অজয়ের বুকে নবযুগের সেতু! ভোগান্তি ঘুচবে দুই বঙ্গের। উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগসূত্র নিবিড় করতে গড়ে উঠেছে অজয় নদের ওপর স্থায়ী সেতু। ১৬৩ কোটি টাকা ব্যয়ে সেতু গড়ে উঠেছে কাঁকসার শিবপুর থেকে জয়দেবের মাঝে অজয় নদের ওপর। চলতি মাসের ২৯ তারিখ সেই সেতুর উদ্বোধন হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।অজয়ের সেতু উদ্বোধনের আগে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা প্রশাসনের। ভার্চুয়ালি উদ্বোধনের জন্য তৈরি করা হবে মঞ্চ।

শনিবার সেতু পরিদর্শনে যান পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পন্নামবলাম এস। উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, গলসির বিধায়ক নেপাল ঘড়ুই, কাঁকসার বিডিও পর্ণা দে, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্যসহ বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সদস্যরা। জেলাশাসক সেতুর কাজ খতিয়ে দেখেন। কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ হবে, সে বিষয়েও ট্রাফিক পুলিশের আধিকারিকদের সাথে আলোচনা করেন।

জেলাশাসক বলেন, স্থায়ী সেতু এবং সেতুর সংযোগকারী রাস্তা নির্মিত হয়েছে পূর্ত দপ্তর থেকে। সেতু এবং সংযোগকারী রাস্তার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের দিন ভার্চুয়ালি মঞ্চ করা হবে। জনপ্রতিনিধিরা, স্থানীয় বাসিন্দারা এবং প্রশাসনিক আধিকারিকরা সেখানে থাকবেন। ট্রাফিক ব্যবস্থা যাতে সঠিক থাকে, সেই বিষয়েও ট্রাফিক আধিকারিকদের সাথে কথা বললাম।এলাকাবাসী মোঃ নুরুল ইসলাম বলেন, এই সেতু হওয়ায় আমরা খুব খুশি। যাতায়াতের সুবিধা হবে, ব্যবসা-বাণিজ্যের সুবিধা হবে, এলাকার উন্নয়ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *