ASANSOL

মোহনবাগান দিবস উপলক্ষে স্কুলে “বনসৃজন” আসানসোল মেরিনার্স ‘র

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ” সুস্থ পৃথিবীর জন্য, চাই সবুজ অরণ্য।আমরাই পারি সবুজ পৃথিবী গড়তে।ফল দেবো, ফুল দেবো, দেবো প্রাণ বায়ু।আমার সাথে বাঁধা তোমার পরমায়ু ।” এই স্লোগানকে সামনে রেখে ১৯১১ সালের ব্রিটিশ পরাজয়ের ঐতিহাসিক ২৯ জুলাই দিনটিকে স্মরণ করে মোহনবাগান দিবস উপলক্ষে প্রতি বছরের মতো সোমবার সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে আসানসোল মেরিনার্স পরিবারের উদ্যোগে আসানসোলের উষাগ্ৰাম বয়েজ হাইস্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন আসানসোল মেরিনার্স পরিবারের পক্ষ থেকে ১০টি গাছ লাগানো হয়েছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য ছিল “আসান” গাছ। যে গাছের নাম থেকে এই শহর আসানসোলের উৎপত্তি। এই আসান গাছগুলি আমাদের পরিবারের হাতে তুলে দিয়েছে আসানসোল বিবি কলেজ কর্তৃপক্ষ। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আসানসোল মেরিনার্স পরিবারকে বিশেষভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে বলে। উষাগ্রাম বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক মৃন্ময় মন্ডল ও সহকারী শিক্ষা কর্মী সারথি রায় চৌধুরী, সুবীর মহারানা, শান্তনু গড়াই, বিশ্বজিৎ রায়চৌধুরী সহ স্কুলের পড়ুয়া ও আসানসোল মেরিনার্স পরিবারের সব সদস্য ও সদস্যারা এই কর্মসূচিতে অংশ নেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *