বিধানসভা ভোটের পর তৃণমূল নেতাদের যেতে হবে বাংলাদেশ : জিতেন্দ্র তেওয়ারি
বেঙ্গল মিরর ।সার্থক কুমার দে, অন্ডাল : বিধানসভা ভোটের পর ক্ষমতায় থাকবে না তৃণমূল, বাংলাদেশে যেতে হবে তৃণমূল নেতাদের । তাই ওখানকার ভোটার লিস্টে ওরা নাম তুলে রাখুক । ওখানে ওরা ড্রেন সাফাই এর কাজ করবে, বললেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি ।এলাকায় কয়লা, বালি, লোহার অবৈধ কারবার বন্ধ করার দাবিতে বিজেপি দলের পক্ষ থেকে বুধবার অন্ডাল থানাতে দেওয়া হয় ডেপুটেশন । এই কর্মসূচিতে স্থানীয় কর্মী সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, জিতেন্দ্র তেওয়ারি সহ অন্যরা ।




জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন বাংলাদেশী অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের আড়াল করতে রাজ্যে তৃণমূল সরকার নির্বাচন কমিশনের নিবিড় ভোটার তালিকা সংশোধনে বাধা তৈরির চেষ্টা করছে । কিন্তু তৃণমূল এই কাজে সফল হবে না বলে দাবি করেন তিনি । অন্যদিকে জিতেন্দ্র তেওয়ারি বলেন ২০২৬ সালের বিধানসভা ভোটের পর আর ক্ষমতায় থাকবে না তৃণমূল । এতদিন তারা বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ভোটে জিতেছে । এবার তা সম্ভব হবে না । ক্ষমতা হারানোর পর পশ্চিম বাংলায় তৃণমূল নেতাদের থাকার জায়গা হবে না । তাদের গিয়ে থাকতে হবে বাংলাদেশে । তাদের বাংলাদেশের নাগরিকত্ব নিতে হবে ।
এখানে তারা ক্ষমতায় থাকবে না, তখন এখানে তাদের কোন কাজ করতে দেব না আমরা । তাই বাংলাদেশে গিয়ে ওরা ড্রেন সাফাই এর কাজ করবে । এখন থেকেই বাংলাদেশের ভোটার লিস্টে এখানকার তৃণমূল নেতারা নাম তুলে রাখুক । এর জন্য তৃণমূল নেতাদের বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান ইউনিসের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি ।