ASANSOL

আসানসোল শহরকে যানজট মুক্ত করতে পুলিশের অভিযান, করা হলো জরিমানা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়: আসানসোল শহরকে যানজট মুক্ত করার জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড ধারাবাহিক ভাবে অভিযান চালিয়ে আসছে। বুধবার সকালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ( ট্রাফিক) বিশ্বজিৎ সাহার নেতৃত্বে আসানসোল শহরের জিটি রোডেট পুরনো রামকৃষ্ণ মিশন আশ্রম মোড় থেকে হটন রোড পর্যন্ত অভিযান চালানো হয়। রাস্তার পাশে দোকান নিয়ে বসে থাকা হকারদের ও যারা রাস্তায় গাড়ি পার্কিং করেছিলেন, তাদেরকে জরিমানা করা হয়।

এই বিষয়ে বিশ্বজিৎ সাহা বলেন, ট্রাফিক গার্ড সময়ে সময়ে এই ধরনের অভিযান চালায়। এদিন আশ্রম মোড় থেকে হটন রোড পর্যন্ত এই অভিযান চালানো হয়। পুলিশের এই অভিযানকে সাধারণ মানুষেরা স্বাগত জানিয়েছেন। যারা রাস্তা দখল করে দোকান করেছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। যারা রাস্তায় গাড়ি পার্কিং করেছিলেন তাদের জরিমানা করা হয়েছে। এই ধরণের ৩৫ জন চালককে জরিমানা করা হয়েছে। যারা পুলিশের কথা মেনে রাস্তা থেকে গাড়ি সরিয়ে নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। একই সাথে আসানসোল বাসস্ট্যান্ড ছেড়ে যাওয়ার পরে রাস্তায় পার্কিং করা তিনটি বাসকে জরিমানা করা হয়েছে বলে এসিপি ( ট্রাফিক) জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *