যুবতী খুনের ঘটনা: দুই ভাইয়ের পরে এবার গ্রেফতার দিদি
বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুর প্রিয়া কলোনি লাইনপার এলাকায় যুবতী খুনের ঘটনায় দুই ভাইয়ের পরে এবার গ্রেফতার হলো দিদি। ধৃতর নাম বুনি বাউরি। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গতঃ, গত ৬ জুলাই থেকে নিখোঁজ ছিলো ঐ এলাকার বাসিন্দা বছর ১৯ মনিকা মন্ডল।এরপর গত ৮ জুলাই বিকেলে এলাকারই বাসিন্দা শুভম বাউরির বাড়ির পাশে একটি কুয়ো থেকে তার মৃতদেহ উদ্ধার করেছিলো নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ।




মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে শুভম বাউরি সহ তার ভাই রোহন বাউরিকে। এরপর মঙ্গলবার দুপুরে মৃতার পরিবারের অভিযোগে নাম থাকা শুভম বাউরির দিদি বুনি বাউরিকে আটক করে পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে কথায় অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। বুধবার ধৃত যুবতীকে আসানসোল আদালতে তোলা হয়।
এই ঘটনার তদন্ত স্বার্থে যুবতীকে আরো জেরা করার জন্য ৫ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হবে আদালতে। বিচারক আবেদনের ভিত্তিতে তার জামিন নাকচ করে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এদিন একইসঙ্গে, জেলে থাকা রোহন বাউরিকে আরো চারদিনের জন্য নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ হেফাজতে নিয়েছে। উল্লেখ্য, শুভম বাউরির সঙ্গে মৃত মনিকা মন্ডলের প্রেমের সম্পর্ক ছিলো।