আসানসোলে ডেকরেটর সমন্বয় সমিতির জেলা সম্মেলনে বাল্যবিবাহ রোধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলা ডেকরেটর সমন্বয় সমিতির দুদিনের ১৩ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো আসানসোল রবীন্দ্র ভবনে।পশ্চিম বর্ধমান জেলা ডেকরেটর সমন্বয় সমিতির বাল্য বিবাহ রোধে অগ্রণী ভূমিকা পালন করবে। কোন প্যান্ডেল বাল্য বিবাহের জন্য করবে না জেলার ডেকরেটররা। তা প্রশাসনকে জানিয়ে দেওয়া হবে বলে সম্মেলনে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলন পশ্চিম বর্ধমান জেলা ডেকরেটর সমন্বয় সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।সম্মেলনে গৃহীত একটি ঐতিহাসিক সিদ্ধান্তে বলা হয়েছে, জেলার কোনো এলাকায় যদি বাল্যবিবাহের আয়োজন করা হয়, তবে সেখানে সমিতির কোনো সদস্য ডেকোরেটর হিসেবে কাজ করবেন না। শুধু তাই নয়, এই ধরনের ঘটনার খবর পেলে সমিতি স্থানীয় প্রশাসনকে অবহিত করবে। এই সিদ্ধান্ত সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।




এই কমিটির সভাপতি সৌমেন চৌধুরী ও কার্যকরী সভাপতি বৈদ্যনাথ গুপ্ত হয়েছেন ।যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন উৎপল রায় চৌধুরী ও মৃণাল জাসু। সাংগঠনিক সম্পাদক শ্যামল সামন্ত ও সঞ্জয় উপাধ্যায় এবং কোষাধ্যক্ষ অনিন্দ্য পাঁজা ও কাঞ্চন লাহা হয়েছেন। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক নির্মল চক্রবর্তী ও রাজ্য সভাপতি মলয় বন্দোপাধ্যায়। পশ্চিম বর্ধমান জেলা ডেকোরেটর সমন্বয় সমিতির দুদিনের জেলা সম্মেলন শেষে বুধবার সংগঠনের যুগ্ম সম্পাদক উৎপল রায় চৌধুরী বলেন, ২৯ এবং ৩০ জুলাই আসানসোল রবীন্দ্র ভবনে তাঁর সংগঠনের পক্ষ থেকে দুদিনের জেলা সম্মেলনের আয়োজন করা হয়েছিলো। যেখানে পশ্চিম বর্ধমান জেলার ৫৯১টি ডেকোরেটর এবং অন্যান্য জেলার ১০৪ টি ডেকোরেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে জেলার একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
উৎপল রায় চৌধুরী বলেন, উৎসবের মরশুম আসতে চলেছে। তাই এই সম্মেলন ডেকোরেটরদের দ্বারা আয়োজন করা হয়েছে। এই সংগঠনের সাথে যুক্ত সমস্ত ডেকোরেটরদের সরকারি নিয়ম অনুসারে তাদের নথিপত্র প্রস্তুত রাখতে, সময় মতো কর দিতে এবং সমস্ত সরকারি নিয়ম মেনে তাদের কাজ করতে বলা হয়েছে। তিনি আরো বলেন, প্রশাসনের পক্ষ থেকেও তাদের সহায়তা করা হচ্ছে। উৎসবের মরশুমে ডেকোরেটররাও ছুটি পান না। তাদেরও জরুরি পরিষেবার সাথে যুক্তদের মতো কাজ করতে হয়। নতুন কমিটিতে অশোক সুলতানিয়া চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। উৎপল রায় চৌধুরী বলেন, আগামী দিনে নতুন কমিটি ভালোভাবে কাজ করবে এবং এই ব্যবসা যাতে আরো প্রসার লাভ করে, তা দেখা হবে।