দুর্গাপূজোর অনুদান এবার বেড়ে ১ লক্ষ ১০ হাজার টাকা, খুশি উদ্যোক্তারা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বাংলা তথা বাঙালির সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজো। সেই পুজো আর খুব বেশি দিন বাকি নেই। সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে হবে সেই পুজো। দুর্গাপুজোকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে কলকাতায় প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য জেলার সঙ্গে আসানসোলের রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বৈঠক দেখানোর ব্যবস্থা ভার্চুয়াল মাধ্যমে করা হয়েছিলো পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে।




আসানসোলের এই বৈঠকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল পুরনিগমের দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলা পরিষদের মেন্টর ভি শিবদাসন ওরফে দাসু, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, দিব্যেন্দু ভগৎ, পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও পুলিশ কমিশনারেটের আধিকারিকদের পাশাপাশি পুজো উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার বাংলার দুর্গাপূজো কমিটিগুলিকে পূজো আয়োজনের জন্য ১ লক্ষ ১০ হাজার টাকা সরকারি অনুদান দেওয়া হবে। একই সাথে বিদ্যুৎ খরচে ৮০% ছাড় দেওয়া হবে।মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিক ভাবেই খুশি পশ্চিম বর্ধমান জেলা তথা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকার পুজো উদ্যোক্তারা। এই বিষয়ে জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান প্রতিটি ধর্মের মানুষ তাদের উৎসব আনন্দের সাথে উদযাপন করুক। তাই এই অনুদান দেওয়া হচ্ছে। একই সাথে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, মুখ্যমন্ত্রী এদিন যে ঘোষণা করেছেন তা প্রতিটি পূজো কমিটির জন্য খুবই সুখবর। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। প্রসঙ্গতঃ, ২০২৪ সালে সরকারি অনুদান ছিলো ৮০ হাজার টাকা।