বেহাল রাস্তা পারাপার করতে গিয়ে বেপরোয়া ডাম্পারের নিচে চাপা পড়ে মৃত্যু
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : বেহাল রাস্তায় রাস্তা পারাপার করতে গিয়ে বেপরোয়া ভারী ডাম্পারের নিচে চাপা পড়ে মৃত্যু হল রানীগঞ্জের নিমচা কদম ডাঙ্গার বাসিন্দা বছর ৫৫ ষষ্ঠী বাউরির। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ ঘটা এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি জারি রয়েছে রানীগঞ্জের রানীসায়ের এলাকায়।




স্থানীয়রা এদিন বেহাল রাস্তা মেরামতের দাবিতে ও মৃত ওই ব্যক্তির উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। বৃহস্পতিবার আকস্মিক ঘটা এই ঘটনায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছেছে রানীগঞ্জ থানা নিমচা ফাঁড়ি, পাঞ্জাবি মোর ফাঁড়ি ছাড়াও জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ। স্থানীয়রা এদিন খানাখন্দে ভরা এই রাস্তায় দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক হয়েই চলেছে বলেই দাবি করেন। তারা জানান বারংবার এ বিষয়ে তারা নানান স্তরে রাস্তা মেরামতের জন্য দাবী জানালেও কাজের কাজ কিছুই হয় না তাই এলাকায় দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এদিনের এই ঘটনা প্রসঙ্গে জানা যায় বছর ৫৫ র ওই ষষ্ঠী বাউরী এদিন রানীগঞ্জের গির্জা পাড়া বাদাম বাগান থেকে রানীর সাহেব পর্যন্ত যাওয়া যে বাইপাস রাস্তা রয়েছে, তার বাড়ির কদমডাঙ্গা থেকে সেই রাস্তা পারাপার করছিলেন, সে সময় হঠাৎ করেই একটি বেপরোয়া ১৬ চাকার ডাম্পার তাকে চাপা দিয়ে চলে যায়। যদিও স্থানীয়রা ওই ডাম্পারটিকে খাওয়া করে ধরে ফেলে। পরে পুলিশ প্রশাসনকে বিষয়ে খবর দেওয়া হয়। যদিও এই ঘটনার পর থেকেই ওই ডাম্পারের চালক ও খালাসী যা ছিল কিনা সে সম্পর্কে সন্ধিহান অনেকে, তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। এ মুহূর্তে বাইপাসের ওই এলাকা ব্যাপক উত্তেজনাময় হয়ে রয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রয়েছে ব্যাপক পুলিশ।