আসানসোল ক্লাবের প্রাক্তন সভাপতি বরখাস্ত,নিয়ম বহির্ভূত কাজের অভিযোগ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল ক্লাবের প্রাক্তন সভাপতি সোমনাথ বিসওয়ালকে বরখাস্ত করা হয়েছে। এই সিদ্ধান্তকে ক্লাব সদস্যদের অনেকেই ” ইতিহাসের পুনরাবৃত্তি” বলে মনে করছেন। শহরের অন্যতম অভিজাত ও মর্যাদাপূর্ণ আসানসোল ক্লাব লিমিটেড স্বাভাবিক ভাবেই আবারও বিতর্কের শিরোনামে। ক্লাব সূত্রের খবরে জানা গেছে, প্রাক্তন সভাপতি সোমনাথ বিসওয়ালকে ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।যদিও, সোমনাথ বিসওয়াল নিজে এই সিদ্ধান্তকে ” বেআইনি ” বলে দাবি করেছেন।




তিনি বলেন, যখন আদালতে মামলা বিচারাধীন থাকে, তখন কেউ কিভাবে এই রকম কোন সিদ্ধান্ত নিতে পারে? এই সিদ্ধান্ত একেবারে বেআইনি। এটি একেবারেই গ্রহণ যোগ্য নয়।তবে আসানসোল ক্লাবের সভাপতি অমরজিৎ সিং ভারারা এবং সম্পাদক শোভন নারায়ণ বসু বলেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবের স্ক্রিনিং কমিটি কিছু ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন বা বহির্ভূত কাজ করা হয়েছে বলে দেখতে পেয়েছে। এরপর, শৃঙ্খলা রক্ষা কমিটি এর তদন্ত করে।
প্রাক্তন সভাপতিকে অনেকবার শুনানির জন্য উপস্থিত হতে বলা হয়। কিন্তু তিনি শৃঙ্খলা রক্ষা কমিটির সাথে সহযোগিতা করেননি। এরপরে কমিটি শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি যদি আদালতে যান তবে যে নির্দেশ আসুক না কেন তা অনুসরণ করা হবে। ক্লাবের বর্তমান কমিটি কোন বেআইনি কাজ করে না বলে দাবি সভাপতি ও সম্পাদকের।