আসানসোলে ডেপুটি মেয়রের ওয়ার্ডে এমপি ফান্ডে তৈরি কমিউনিটি হল, উদ্বোধনে সাংসদ ও মন্ত্রী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা রবি বিকেলে এক অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের ৫০ নম্বর ওয়ার্ডের আপার চেলিডাঙ্গার হনুমান মন্দির এলাকায় একটি কমিউনিটি হল উদ্বোধন করেন। এই কমিউনিটি হলটি এমপি ফান্ড বা সাংসদ তহবিল থেকে নির্মাণ করা হয়েছে। আজ শত্রুঘ্ন সিনহা এটি উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। শত্রুঘ্ন সিনহা এবং অভিজিৎ ঘটক ফিতে কেটে ও ফলক উন্মোচন করে কমিউনিটি হলের উদ্বোধন করেন।




এই অনুষ্ঠানে শত্রুঘ্ন সিনহা বলেন, আমি এই এলাকায় একটি কমিউনিটি হল তৈরি ও উদ্বোধন করতে পেরে খুবই আনন্দিত। এই ওয়ার্ডটি আসানসোলের ম্যাজিক ম্যানের ছোট ভাই পুরনিগমের ডেপুটি মেয়রের ওয়ার্ড। মানুষ ইতিমধ্যেই এখানে ভালো নাগরিক সুযোগ-সুবিধা পাচ্ছেন। এই কমিউনিটি হল নির্মাণের ফলে আরো সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।
মন্ত্রী মলয় ঘটক বলেন, আসানসোলের মানুষেরা শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোট দিয়ে জয়ী করে সাংসদ হিসেবে দিল্লি পাঠিয়েছেন। সাংসদও আসানসোলের সব এলাকার উন্নয়ন করছেন। ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, এই এলাকায় একটি কমিউনিটি হল তৈরির জন্য নিজের এমপি ফান্ডের টাকা বরাদ্দ করার জন্য সাংসদ শত্রুঘ্ন সিনহাকে ধন্যবাদ জানাই।