আসানসোলের মন্দিরে শিবের রুদ্রাভিষেক ও বিশেষ পুজো, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিল্পাঞ্চল জুড়ে পালিত
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আসানসোল শিল্পাঞ্চল জুড়ে সাড়ম্বরের সঙ্গে পালিত হলো। এদিন আসানসোলের এসবি গড়াই রোডের আসানসোল জেলা হাসপাতালের অদূরে আমবাগান দুর্গা মন্দিরের ব্যবস্থাপনায় শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে শিবের রুদ্রাভিষেক ও বিশেষ পুজোর আয়োজন করা হয়। দুর্গা মন্দিরের সামনে শিব মন্দিরে এদিন সকাল থেকে এই পুজো শুরু হয়। চলে বিকেল পর্যন্ত। এদিনের এই পুজোয় মন্দির কমিটির সদস্য ও সদস্যা এবং তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার শতাধিক বাসিন্দারা অংশ নেন।




এই প্রসঙ্গে মন্দির কমিটির তরফে বন্দনা গাঙ্গুলি বলেন, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে এদিন শিবের রুদ্রাভিষেক ও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিলো। সব কিছু আচার ও রীতি মেনে এদিন পুজোর আয়োজন করা হয়। এর পাশাপাশি, আসানসোলের চন্দ্রচূড় মন্দির ও বলতে গেলে সব মন্দিরে সকাল থেকে শিব ভক্তদের ঢল নামে।