ইসিএলের ভ্যানের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ মামার সাথে স্কুটিতে করে স্কুলে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একাদশ শ্রেণির স্কুল ছাত্রী ভাগ্নীর। সোমবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার ইস্কো বাইপাসের রানিশায়ের মোড়ের কাছে। আসানসোলের কুলটি থানার রাধানগর সিনেমা হল এলাকার বাসিন্দা মৃত স্কুল পড়ুয়ার নাম নন্দিনী গুপ্তা (১৭)। পুলিশ সূত্রে জানা গেছে, ইসিএলের বেজডি কোলিয়ারীর একটি এক্সপ্লোসিভ ভ্যান স্কুটিতে ধাক্কা মারে। তাতে স্কুল ছাত্রী গুরুতর জখম হয়। ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় ঐ ছাত্রীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মামা সুনীল সাউ অল্প বিস্তর আহত হয়েছেন।




এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে ছাত্রীর দেহর ময়নাতদন্ত হয়। এরপর ছাত্রীর দেহ নিয়ে বেজডি কোলিয়ারি সামনে ক্ষতিপূরণের দাবিতে উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য ও পরিজনেরা। তাদের সঙ্গে ছিলেন এলাকার বাসিন্দারা। সন্ধ্যে সাড়ে সাতটার শেষ খবর, কোলিয়ারিতে বিক্ষোভ চলছে। রয়েছে পুলিশ ও ইসিএলের নিরাপত্তা রক্ষীরা।
জানা গেছে, সোমবার সকালে নিয়ামতপুর রাধানগরে বাড়ি থেকে বার্নপুরের স্কুলে মামা সুনীল সাউয়ের সাথে স্কুটিতে করে ইস্কো বাইপাশ রোড দিয়ে যাচ্ছিলো। সেই সময় রানীশায়ের মোড় এলাকায় ঘটে এই দুর্ঘটনা। মৃত নন্দিনী গুপ্তা বার্নপুরের মহাত্মা গান্ধী হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। সে মায়ের সঙ্গে কুলটি থানার নিয়ামতপুরের রাধানগর সিনেমা হল এলাকায় মামাবাড়িতে থাকতো।