কোচবিহারে আক্রান্ত রাজ্যের বিরোধী দলনেতা, প্রতিবাদে আসানসোলে বিজেপির রাস্তা অবরোধ বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* কোচবিহারে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে আসানসোলের জিটি রোডের বিএনআর মোড় এলাকায় বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয়। বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের নেতৃত্বে এই বিক্ষোভে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ বিপুল সংখ্যায় বিজেপি কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। তারা সবাই রাস্তায় অবস্থান বিক্ষোভে বসে স্লোগান দেন। তাদের হাতে ছিলো প্ল্যাকার্ড। জ্বালানো হয় টায়ারও।




এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, এদিন সকালে কোচবিহারে যেভাবে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা করা হয়েছে, তা খুবই নিন্দনীয়। এর প্রতিবাদে বিজেপি সারা বাংলায় রাস্তা নেমে অবরোধ বিক্ষোভ করছে। তিনি বলেন, যদি বিরোধী দলনেতা বাংলায় নিরাপদে না থাকেন, তাহলে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন তা সহজেই বোঝা যাচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় এই হামলা চালিয়েছেন।
শুভেন্দু অধিকারী ক্রমাগত তথ্য দিয়ে রাজ্য সরকারের উপর আক্রমণ চালাচ্ছেন এবং দুর্নীতি প্রকাশ করছেন। তাই তার উপরে পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে। কিন্তু বিজেপিকে এভাবে আটকে রাখা যাবে না। অগ্নিমিত্রা পাল উদয়ন গুহের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের কাছে পুরো বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ও এই হামলার পিছনে কারা রয়েছে তা খুঁজে বার করার জন্য অনুরোধ করেছেন।