PANDESWAR-ANDAL

ঝুলন মেলার উদ্বোধন করলেন বিধায়ক

বেঙ্গল মিরর।সার্থক কুমার দে, অন্ডাল : উখরা গ্রামে ঝুলন মেলার উদ্বোধন করলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার সন্ধ্যা বেলায় উদ্বোধনী অনুষ্ঠানটি হয় উখড়া বাঁকোলা রোডের কমিউনিটি হলে । প্রদীপ উজ্জ্বলন ও ফিতে কেটে উদ্বোধন করেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় । উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, সহ-সভাপতি বিষ্ণুদেও নুনিয়া, জেলা পরিষদের অধ্যক্ষ কালোবরণ মন্ডল, সদস্যা কৃষ্ণা বন্দোপাধ্যায়, পঞ্চায়েত প্রধান মিনা কোলে, উপপ্রধান শরণ সাইগল, প্রাক্তন উপপ্রধান রাজু মুখোপাধ্যায় সহ অন্যরা ।

উদ্বোধনের পর হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । ছিল নাচ, গান সহ কবিতা আবৃত্তি । মেলা কমিটির প্রধান মিনা কোলে বলেন চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত মেলা চলবে । দর্শনার্থীদের সুবিধার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো মেলাতে তৈরি করা হয়েছে বলে জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *