তৃণমূল কংগ্রেস এর বাংলার ভোট রক্ষা অভিযান কর্মসূচির বিশেষ সভা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– তৃণমূল কংগ্রেসের জনসংযোগের নতুন মোড়ক ‘বাংলার ভোট রক্ষা’। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ভুয়ো বা ভুতুড়ে ভোটারদের চিহ্নিত করতে বা ধরতে ‘ বাংলার ভোট রক্ষা অভিযান’ শুরু করলো তৃণমূল কংগ্রেস । এই কর্মসূচিতে বুথে গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের পাশাপাশি সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরবেন তৃণমূল নেতাকর্মীরা। সেই মত বুধবার দুপুরে সালানপুর ব্লকের শ্রমিক মঞ্চে এই কর্মসূচির মধ্যে দিয়ে সালানপুর ব্লকের সকল বি এ দের নিয়ে একটি আলোচনা সভা ডাকা হয়েছিল যেখানে মুখ্য রূপে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান রাজ্য তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি শিবদাসন দাশু ।




এদিন তিনি উপস্থিত সকল বি এল এ দের জানায় ২০২৬ এর বিধানসভা নির্বাচন। পরিষ্কার পরিচ্ছন্ন, পরিশুদ্ধ ভোটার তালিকা মানুষের কাছে তুলে ধরাই এখন তৃণমূল কংগ্রেসের মূল কর্মসূচি। ইতিমধ্যেই ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বিজেপি ভিনরাজ্যের বাসিন্দাদের বাংলার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করছে। যা নিয়ে আগেই দলনেত্রী দলীয় কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। ভোটার তালিকা সুরক্ষিত রাখতে জেলাজুড়ে এই ‘বাংলার ভোট রক্ষা’ কর্মসূচি শুরু হয়েছে ।
এদিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান জানান জানান আমাদের নেত্রী ভোট রক্ষা কর্মসূচি গ্রহণ করেছেন। বুথ ভিত্তিক ভোটার তালিকা যাচাই কমিটির মধ্যদিয়ে ভুয়ো এবং বহিরাগত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সালনপুর ব্লকের প্রত্যেকটি বুথের বিএলএ দের নিয়ে এই সভা । প্রতিটি বুথে বিএলএ (বুথ লেভেল এজেন্ট) নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে দল।ভোটিং যথাযথ হলে গণতন্ত্রের সঠিক প্রতিফলন হবে। এক্ষেত্রে আমরা দেখেছি ভোটার তালিকায় অসঙ্গতি থাকায় বারবার তা গণতন্ত্রকে ধাক্কা মেরেছে। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটি বুথে আগে থেকেই ভোটার তালিকা যাচাই করে নিতে হবে।
ভোটার তালিকা সঠিক ভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনও মানুষ মারা গেলে ভোটার তালিকা থেকে সেই নাম বাদ দেওয়া এবং নতুন ভোটারদের নাম ভোটার তালিকায় সংযোজন করাই হবে একজন বিএলএ’র মূল দায়িত্ব । এদিনের এই সবাই মোঃ আরমান ছাড়াও উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূলের সহ-সভাপতি ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল, দেবদাস চ্যাটার্জী, মনোজ তেওয়ারি, শশী পান্ডে, মহিলা তৃণমূলের নেত্রী অপর্না রায় সহ অনেকে।