আসানসোলের সাংসদের বিজেপিকে আক্রমণ, বাংলা ভাষার সমালোচক ও এসআইআর নিয়ে
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ প্রথমে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা ও পরে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। বাংলা ভাষা ও বাঙালিদের নিয়ে করা বিজেপির নেতা ও মন্ত্রীদের মন্তব্য নিয়ে গত কয়েক দিন ধরে চলছে বহু বিতর্ক। মঙ্গলবার এই বিষয়ে আসানসোলে কারোর নাম না করে তাদেরকে কড়া ভাষায় আক্রমণ করলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা।




তিনি বলেন, বাংলা খুবই মিষ্টি ভাষা। বিশ্বের বিপুল সংখ্যায় মানুষ এই ভাষায় কথা বলেন। এই ভাষা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা। সবচেয়ে বড় উৎসব বাঙালিদের দুর্গাপূজোকে ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। যারা বাংলা ভাষা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করছেন তাদের কাছে সঠিক ঞ্জান নেই বা ল্যাক অফ নলেজ। বলা যেতে পারে যে, তারা ঘাবড়ে গেছেন ও ফ্রাস্ট্রেশনে ভুগছেন। অনেক কিছু হচ্ছে। এইসব কিছুর জন্য বাংলা তথা বাঙালি এই সব লোকেদের কাছে খুব ভারী পড়ছে। তাই তারা এমন কথা বলছেন। বাংলার মানুষেরা এর জবাব দেবেন।
নির্বাচন কমিশনের এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সমীক্ষার বিষয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, এটি বিজেপির তরফে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিয়ে করানো একটি অত্যন্ত ভুল কাজ। এটি আমাদের দেশের গণতন্ত্রকে দুর্বল করছে।একইসাথে, আসানসোলের সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের পরিবর্তে অভিষেক বন্দোপাধ্যায়কে লোকসভার তৃণমূল কংগ্রেসের দলনেতা করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।