ASANSOL

আসানসোলের ১১৭ টি স্কুলের ৬৭৫ জন কৃতি পড়ুয়াকে সম্বর্ধনা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের পক্ষ থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বোর্ড পরীক্ষায় ( মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) সফল কৃতি পড়ুয়াদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। এই উপলক্ষে বুধবার আসানসোলের রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। বৃহস্পতিবার আরো একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। দুদিনের দুটি অনুষ্ঠানে মোট ১১৭টি স্কুলের ৬৭৫ জন পড়ুয়াকে সম্মান জানানো হবে। এই অনুষ্ঠানের আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ সুব্রত অধিকারী গুরুদাস চট্টোপাধ্যায়, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর , অফিসার ইনচার্জ প্রলয় কুমার মাজি, প্রবাল বোস, সঞ্জীব ভান্ডারী, তাপস কর্মকার, কল্লোল রায় ছাড়াও অন্যান্য কর্মচারী এখানে উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, অভিভাবকরা সবসময় তাদের সন্তানদের মধ্যে থাকা শিক্ষাগত প্রতিভা বিকাশের চেষ্টা করেন। আমাদেরকেও একইভাবে প্রচেষ্টা চালানো দরকার। তিনি বলেন, শিক্ষা একজন ব্যক্তির মন এবং চরিত্র তৈরী করে। তাকে একজন ভালো মানুষ হওয়ার পথে নিয়ে যায় এই শিক্ষা। আজকের সময়টা অনেকটা বদলে গেছে। তাই, তিনি পড়ুয়াদের তাদের জীবনের এই সময়টিকে সদ্ব্যবহার করতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ করেন।

অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, ইতিহাস সাক্ষী যে, যে দেশ শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যয় করেছে, তারা উন্নয়নের সিঁড়ি বেয়ে উঠেছে। আমাদের ভারতে জনসংখ্যা এত বেশি যে সরকারের পক্ষে শিক্ষাকে প্রথম অগ্রাধিকার দেওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর তিনি দেখিয়েছেন কিভাবে শিক্ষার্থীদের জন্য প্রকল্প তৈরি করতে হয়। কিভাবে মৌলিক চাহিদার মতো শিক্ষাকে গুরুত্ব দিতে হয়। বিশেষ করে মেয়েদের শিক্ষার উপর কিভাবে জোর দেওয়া যায়, যাতে আগামী সময়ে তারা সমাজের একটি শক্তিশালী স্তম্ভ হিসেবে আবির্ভূত হতে পারে।

তিনি বলেন, যার প্রতিভা আছে সে পরিস্থিতির সামনে পরাজয় মেনে নেয় না। এর সবচেয়ে বড় উদাহরণ হলেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত এপিজে আব্দুল কালাম। তিনি খুব ধনী পরিবারের মানুষ ছিলেন না। কিন্তু তার শিক্ষার জোরে তিনি যা অর্জন করেছিলেন তা খুব কম মানুষই অর্জন করতে পারে। তিনি সমগ্র বিশ্বে ভারতকে গর্বিত করেছিলেন।মেয়র পারিষদ সুব্রত অধিকারী বলেন, আসানসোল পুরনিগম এলাকার মধ্যে ১১৭ টি স্কুলের মোট ৬৭৫ জন কৃতিকে সম্বর্ধনা দেওয়া হবে। এদিন আসানসোল ও বার্নপুরের স্কুলের পড়ুয়াদের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। বৃহস্পতিবার আসানসোল রবীন্দ্র ভবনেই হওয়া অনুষ্ঠানে কুলটি, রানিগঞ্জ ও জামুড়িয়ার কৃতি পড়ুয়াদেরকে সম্বর্ধনা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *