আসানসোলে ডিস্ট্রিক্ট লেবেল ইনভেস্টমেন্ট সিনার্জি বৈঠক, সাংসদের উপস্থিতিতে শিল্প সম্ভাবনা নিয়ে আলোচনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়,* পশ্চিম বর্ধমান জেলা কার্যালয় তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কনফারেন্স হলে মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট লেবেল বা জেলা পর্যায়ের বিনিয়োগ সমন্বয় বা ইনভেস্টমেন্ট সিনার্জি বৈঠক করা হয়। পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পোন্নাবলমের সভাপতিত্বে হওয়া এই বৈঠকে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য সহ জেলা প্রশাসনের আধিকারিক ও বিভিন্ন বনিকসভা বা চেম্বারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




এই শিল্পের প্রসার এবং এই অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে মত বিনিময় করা হয়।পরে সাংবাদিকদের এই সম্পর্কে করে জেলাশাসক বলেন, শিল্প ও অর্থনীতির আরও উন্নতির জন্য প্রতি মাসে জেলা পর্যায়ে এই ধরনের বৈঠক করা হয়। এই বৈঠকে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত সহ বিভিন্ন চেম্বারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে এখানে আলোচনা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, আসানসোল অঞ্চলের জন্য আসানসোলে ও দুর্গাপুর অঞ্চলের জন্য দুর্গাপুরে এই ধরনের বৈঠকের আয়োজন করা হয়।সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসানসোলের পাশাপাশি সমগ্র বাংলায় দ্রুত উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। আগামী দিনে এই আসানসোল শুধু বাংলা নয়, সারাদেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শহর তথা শিল্পাঞ্চল হিসেবে পরিগনিত হবে।