বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রাণীগঞ্জের গির্জা পাড়ায় ৬০ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল বছর ২৭ এর রমেশ ধীবরের। মুখোমুখি সংঘর্ষে ওই বেপরোয়া ডাম্পারটি ওই ব্যক্তিকে ধাক্কা মারে। জানা গেছে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা মোটরবাইকে করে হেলমেট পরে, জামুরিয়ার একটি বেসরকারি কারখানায় কাজে যোগ দিতে যাচ্ছিল ওই ব্যক্তি, মেজিয়া অভিমুখ থেকে রানীগঞ্জ অভিমুখে সে যাওয়া সময় ডাম্পারটি ওই ব্যক্তিকে সামনের দিক থেকে সেই ভারী মাল বোঝাই ডাম্পার ধাক্কা মারে।ওই ব্যক্তির বুকের উপর দিয়ে চলে যায় সেই ডাম্পার বলেই দাবি।




এই ঘটনার খবর পেয়ে দ্রুত রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ডাম্পারটিকে চালক সহ গ্রেপ্তার করে। মৃত ওই ব্যক্তি মেজিয়ার তারাপুরের বাসিন্দা। এদিনের এই দুর্ঘটনার খবর পেয়ে, দ্রুত ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছে দেহটিকে উদ্ধার করে। জানা গেছে দেড় বছর আগেই বিয়ে হয় ওই ব্যক্তির। বাড়িতে রয়েছে তার অন্তঃসত্ত্বা স্ত্রী সহ পাঁচ সদস্য। এই ঘটনার খবর পেয়ে এই মুহূর্তে রানীগঞ্জ থানায় এসে পৌঁছেছেন মৃতের পরিজন, তারা রানিগঞ্জ থানায় পৌঁছে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন।
মৃতের পরিজনদের দাবি রানীগঞ্জের বিস্তীর্ণ অংশের পথঘাটের অবস্থা একেবারে বেহাল সেই বেহার রাস্তা দিয়েই চলে ভারী যানবাহন ফলে সংকীর্ণ রাস্তায় খানাখন্দ বাঁচিয়ে চলতে হয় দুই চাকার যানবাহনের চালকদের এর জেরে প্রায় দুর্ঘটনা ঘটে এদিনের দুর্ঘটনাও এরূপভাবেই হয়ে থাকতে পারে বলেই দাবি তাদের। একই সাথে তারা জানান পণ্যবাহী ভারী জান চলাচলের ক্ষেত্রে যে রূপ ভাবে নিয়ম-কানুন মেনে চালকদের চলা উচিত তা তারা চলে না এর জেরেই গির্জা পাড়ার এই সকল অংশে দুর্ঘটনা নিত্যনয় মিত্তিক হয়েছে বলেই দাবি করেছেন তারা।