ASANSOL-BURNPUR

আসানসোলে পুকুরের পাড় ভেঙে বিপত্তি, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা

বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ৭৫ নং ওয়ার্ডের একটি পুকুরের পাড় ভেঙে বিপত্তি ঘটলো। জলমগ্ন হলো পাশের ৫৬ নং ওয়ার্ডের বার্নপুরের রাধানগর রোড রেলগেট খাটাল এলাকা। এই এলাকার প্রায় পঞ্চাশ থেকে ষাটটি বাড়িতে জল ঢুকে পড়ে। ব্যহত হয় স্বাভাবিক জনজীবন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। আচমকাই এই ঘটনাটি ঘটায় ঐ সব বাড়ির বাসিন্দারা কোনকিছুই বাঁচাতে পারেননি। সবকিছুই বলতে গেলে ভেসে যায়। তারা কোনমতে নিজেদেরকে রক্ষা করেন।

খবর পেয়ে এলাকায় পৌঁছান কাউন্সিলর শ্রাবণী বিশ্বাস। তিনি বলেন, গোটা বিষয়টি আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় এবং ৭নং বোরো চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। বোরো এলাকায় এলাকা পরিদর্শন করেন। এর সমাধান কিভাবে বার করা যায় সে বিষয়ে তাদের সাথে পরামর্শ করা হচ্ছে। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে অভিযোগ করা হচ্ছে পুকুরের পাড় নিজে থেকে ভেঙে যায়নি। সেটি কেটে ফেলা হয়েছে। তখন শ্রাবণী বিশ্বাস বলেন, এর সঠিক উত্তর কেবল প্রশাসনই দিতে পারবে।

ঘটনাস্থলে এসে বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি বলেন, ৭৫ নং ওয়ার্ডের হোদলা পুকুরের পাড় ভেঙে যাওয়ার কারণে পাশের ৫৬ ওয়ার্ডের অনেক বাড়িতে জল ঢুকে পড়েছে। এই খবর পাওয়ার পর আমি এখানে আসি। ওয়ার্ডের কাউন্সিলরের সাহায্যে পুকুরের পাড় মেরামত করা হচ্ছে। তিনি আরো বলেন, প্রথমে জেসিবি মেশিনের সাহায্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে পুকুরের পাড় মেরামত করা হবে। ৭৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কাঞ্চন মুখোপাধ্যায়কে বিষয়টি বলা হয়েছে। এর পাশাপাশি পুকুরের মালিককে বলা হয়েছে। ভবিষ্যতে যদি আবার এমন ঘটনা ঘটে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি যেন পুকুর নিয়ে সচেতন থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *