নিষিদ্ধপল্লীতে আটক সন্দেহভাজন বাংলাদেশি দুই যুবতী সহ দালাল
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুর নগর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড কাদারোড নিষিদ্ধ পল্লীতে বাংলাদেশি সন্দেহে দুই যুবতীকে আটক করা হলো। একইসঙ্গে আটক করা হয়েছে তাদেরকে নিয়ে আসা এক দালালকেও। দুর্বার সমিতিতে দেওয়া দুই যুবতীর আধারকার্ড জাল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। যে দালাল দুই যুবতীকে এখানে নিয়ে আসে, তার মাধ্যমেই কোনভাবে এই দুই যুবতী তাদের আধারকার্ড তৈরি করেছে । মূলতঃ, এই নিষিদ্ধ পল্লীতে যৌনকর্মীর কাজ করতে এসেছিল তারা। এই ধরনের নিষিদ্ধ পল্লীতে দালালদের দাপট দীর্ঘদিনের। দালালদের মাধ্যমেই যুবতীরা এখানে আসে।




জানা গেছে, শুক্রবার অপরিচিত একটি যুবক যৌনকর্মীর পেশায় যুক্ত করার জন্য নদীয়ার বিষ্ণুপুর থানার চকদাহ এলাকার বাসিন্দা তিশা শেখ এবং হুগলির দয়াময়ী কলোনী রবীন্দ্র নগরের বাসিন্দা কোয়েল মিস্ত্রি নামে দুই যুবতীর ভুয়ো আধার কার্ড দুর্গাপুর দুর্বার সমিতিতে জমা করে। সেই কার্ড দেখে সন্দেহ হয় দুর্বার সমিতির বোর্ড মেম্বারদের । পাশপাশি তারা সন্দেহ করে যে এই দুই যুবতী নাবালিকা হতে পারে। এরপর তাদেরকে ডেকে পাঠানো হয়। ডাকা হয় ঐ যুবককেও।
দুই যুবতীকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারেন যে, তারা বছর খানেক আগে সীমান্ত পার করে বাংলাদেশ থেকে ভারতে এসেছে । দেহ ব্যবসার পেশায় যুক্ত ছিল তারা। দীঘা সহ বিভিন্ন জায়গায় দেহ ব্যবসার কাজ করেছে তারা ।এরপর দুর্বার সমিতি স্থানীয় ওয়ারিয়া ফাঁড়িতে খবর দেয়। সেই মতো নিষিদ্ধ পল্লীতে এসে সন্দেহভাজন দুই যুবতী সহ দালালকে আটক করে নিয়ে যায় পুলিশ। এই প্রসঙ্গে, দুর্বার সমিতির সদস্য নীলকমল মিশ্র বলেন, আমাদের সন্দেহ হয়েছিলো। কেননা, ঐ দালাল এখানকার নয়। তারপর তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করতেই সন্দেহ সঠিক হয়। এরপর আমরা তিনজনকেই পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ জানায়, তিনজনকে জেরা করা হচ্ছে।