আসানসোল মহিলা উদ্যোগের রাখি বন্ধন উৎসব পালন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাখি বন্ধন উৎসব উপলক্ষে শনিবার সকালে আসানসোলে রবীন্দ্র ভবনের সামনে আসানসোল মহিলা উদ্যোগ এক অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে আসানসোল মহিলা উদ্যোগের কর্ণধার সুদেষ্ণা ঘটক ছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যারাও উপস্থিত ছিলেন। সকলেই পথচারীদের হাতে রাখি বেঁধে দেন ও মিষ্টিমুখ করান।




এই অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান আমারনাথ চট্টোপাধ্যায় ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, বোরো চেয়ারম্যান অনিমেষ দাস, কাউন্সিলর উদয় রায় বিশিষ্ট শিল্পপতি শচীন্দ্রনাথ রায় দীপক কুমার রুদ্র আসানসোল চেম্বার এর শম্ভুনাথ ঝা চিকিৎসক ডাঃ অরুনাভ ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে সুদেষ্ণা ঘটক বলেন, আজ রাখি বন্ধন উৎসব। প্রতি বছর রাখি বন্ধন উপলক্ষে আসানসোল মহিলা উদ্যোগের পক্ষ থেকে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এ বছরও সমাজে ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।